logo

আদিবাসী সম্প্রদায়গুলো কিভাবে স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে আইনগত স্বীকৃতি লাভ করতে পারে?

আদিবাসী সম্প্রদায়গুলো স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে আইনগত স্বীকৃতি লাভ করতে পারে নিম্নলিখিত উপায়ে:

  1. জাতীয় আইন প্রণয়ন: সরকারকে এমন আইন প্রণয়ন করতে হবে যা আদিবাসী জনগণকে স্বতন্ত্র সাংস্কৃতিক ও জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়।
  2. আন্তর্জাতিক চুক্তি গ্রহণ: জাতিসংঘের আদিবাসী অধিকার সংক্রান্ত ঘোষণা (UNDRIP) এবং ILO কনভেনশন ১৬৯ এর মতো আন্তর্জাতিক চুক্তিগুলোর অনুমোদন আদিবাসীদের স্বীকৃতি নিশ্চিত করে।
  3. প্রথাগত আইনের স্বীকৃতি: জাতীয় আইনি কাঠামোর মধ্যে আদিবাসী রীতি ও শাসনব্যবস্থার অন্তর্ভুক্তি জরুরি।
  4. রাজনৈতিক প্রতিনিধিত্ব: আদিবাসী গোষ্ঠীগুলিকে স্থানীয় ও জাতীয় শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব প্রদান করা প্রয়োজন।

আইনগত স্বীকৃতি তাদের ভূমি, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসন রক্ষা করতে সহায়ক।

logo

© 2017 - 2025 Jumjournal | All rights reserved

জুমজার্নেলের কোন কন্টেন্টস ব্যবসার উদ্দেশ্যে প্রকাশিত হচ্ছে না। জুমজার্নালের কোন তথ্য বা কন্টেন্ট বিষয়ে অভিযোগ থাকলে যোগাযোগ করুন - jumjournal@gmail.com

Donate us